১২৭১

পবিত্র কুরআন হইতেছে “মাওয়েযাতুন” অর্থাৎ ধর্মসংক্রান্ত উপদেশ বা পরামর্শ—কারণঃ (ক) ইহাতে এই শিক্ষা নিহিত রহিয়াছে যাহা সৎ উদ্দেশ্য প্রণোদিত ও সদিচ্ছা হইতে উৎসারিত, (খ) ইহার শিক্ষা মানব হৃদয়কে প্রভাবান্বিত এবং মর্ম স্পর্শ করিবার জন্য বিচক্ষণ ও গভীর বিবেচনা প্রসূত, এবং (গ) ইহা সেই সকল নিয়ম-নীতি এবং আচরণ-বিধিসমূহ চমৎকারভাবে সুবিন্যস্ত করিয়াছে, যাহা মানবকে নৈতিক উৎকর্ষ সাধনে এবং জীবনের সফলতায় পৌঁছাইয়া দিতে সক্ষম।