স্রষ্টার প্রকৃত প্রমাণ হইল তাঁহার পূর্বসৃষ্টিকে পুনরায় অবিকল রূপে সৃষ্টি করার শক্তি, নচেৎ এই দাবী অর্থাৎ সৃষ্টির দাবী সম্পূর্ণ ভূয়া প্রমাণিত হইবে অথবা ইহাতে মারাত্মক আপত্তি থাকিয়া যাইবে, অন্যথায় এইরূপ দাবী মিথ্যাবাদী বা ভণ্ডও করিতে পারে। ঐশী সত্যতার এই প্রমাণ উপস্থাপন করিয়া এই আয়াত প্রতিমা-পূজারীদিগের প্রতি জিজ্ঞাসা রাখিয়াছে যে, তাহাদের তথাকথিত দেব-দেবীগুলির মধ্যে কে এইরূপ সৃষ্টি-পদ্ধতির এবং পুনঃসৃষ্টির হোতা, যে পৃথিবীর জন্মলগ্ন হইতে অবিরাম কাজ করিয়া আসিতেছে?