১২৫২

এই নীতি-কথার অন্তর্নিহিত অর্থ হইলঃ যখন জাতি অহঙ্কারী ও অন্তঃসার-শূন্য হইয়া পড়ে এবং জীবনকে হাল্কাভাবে গ্রহণ করে, তখন তাহাদের অধঃপতন আরম্ভ হয় এবং তাহারা দুঃখে পতিত হয়।