মৃদুমন্দ বায়ু যেমন কোন কোন সময় প্রবল ঝড়ে পরিণত হয় এবং ব্যাপক ধ্বংসের কারণ হয়, তদ্রুপ কাফেরদিগকে দেওয়া অবকাশ তাহাদের ধ্বংসের প্রাথমিক অংশ বলা যাইতে পারে। অবিশ্বাসীদিগকে এই প্রকাশ্য সত্য ভালভাবে উপলব্ধি করাইবার জন্য, তাহাদের সমুদ্র-যাত্রার আনন্দ ও ঝুঁকির প্রতি মনোযোগ আকর্ষণ করা হইয়াছে।