ফিরিশ্তারা আধ্যাত্মিক শিকলের গুরুত্বপূর্ণ কড়া। যে একটি কড়া ভাঙ্গিয়া ফেলে কিংবা শিকলের একটি কড়ার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, সে সমস্ত আধ্যাত্মিক শিকল তথা সমস্ত আধ্যাত্মিক বিন্যাস হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া ফেলে। এইরূপ ব্যক্তি আল্লাহ্তা’লার অনুগ্রহরাজি ও আশীর্বাদ সমূহ হইতে নিজেকে বঞ্চিত করে এবং নিজেকে সীমালঙ্ঘনকারীদের জন্য নির্ধারিত শাস্তির যোগ্য করিয়া তুলে।