১২৪৩

ঐশী শাস্তি দুই প্রকার যথাঃ (১) প্রাকৃতিক নিয়ম লংঘনের ফলে ঘটিয়া থাকে এবং (২) শরীয়তের বিধানকে বিদ্রুপ বা অবজ্ঞা করার ফলে পতিত হয়। শেষোক্ত শাস্তি কোন জাতি বা মানব গোষ্ঠীকে অতর্কিতে পাকড়াও করে তখন, যখন তাহারা অসাধু জীবন যাপন করে, অথবা উহাদের মধ্যে যখন আল্লাহ্‌তা’লার নবী আবির্ভূত হইয়া থাকেন এবং তাহারা তাঁহাকে প্রত্যাখ্যান করে এবং সত্য প্রচারে সর্বপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই প্রকার শাস্তি নিশ্চিত বৈশিষ্ট্যসূচক হইয়া থাকে। অন্যান্য শ্রেণীর শাস্তি, যথা জাতি সমূহের উত্থান পতন, প্রাকৃতিক নিয়ম লংঘনের ফলে আসিয়া থাকে।