১২৪১

আল্লাহ্‌তা’লার মহিমান্বিত প্রশংসা ও শোকরিয়া আদায় হইবে স্বতঃস্ফূর্ত ও সহজাত প্রবৃত্তির প্রেরণা-প্রসূত, কারণ জান্নাতে মানুষের নিকট সকল কিছুরই সত্য যথার্থরূপে বাস্তবাকারে প্রকাশিত হইবে এবং তাহারা বুঝিতে পারিবে যে, আল্লাহ্‌তা’লার সকল কর্মই গভীর প্রজ্ঞামণ্ডিত। এই চেতনা বা উপলব্ধিতে তাহারা সহজাত প্রবৃত্তির দ্বারা অনুপ্রাণিত হইয়া বিস্ময়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে বলিয়া উঠিবেঃ “হে আল্লাহ্! তুমি পবিত্র ও মহান।” এই আয়াত ইহাও বুঝায় যে, মো’মেনের শেষ পরিণতি সুখ ও শান্তি। আল্লাহ্‌তা’লার মহিমা কীর্তনের মাধ্যমেই তাহারা তাহা প্রকাশ করে।