“তাহত” (তলদেশ) শব্দ এখানে বশ্যতা বা দাসত্ব অর্থে আলঙ্কারিকভাবে ব্যবহৃত হইয়াছে। এই অর্থে “উহাদের নিম্নে বা তলদেশে” উক্তির মর্ম হইতেছে যে, জান্নাতের অধিবাসীগণ তাহাদের তলদেশে প্রবাহিত ঝর্ণাধারা দখলদাররূপে বা প্রজাস্বত্ব রূপে ভোগ করিবে না, বরং তাহারা জান্নাতের উক্ত স্রোতস্বিনীর মালিক এবং পরিচালকও হইবে।