১২২৯

“তিলকা” নির্দেশক সর্বনাম দূরের কোন বিষয় বা বস্তুকে বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়া থাকে। শব্দটি পূর্ববতী ধর্মগ্রন্থের ঐ সকল আয়াতের প্রতি নির্দেশ করিতেছে যাহাতে কুরআন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী নিহিত এবং কুরআনের মধ্যেই উহাদের পূর্ণতা ঘটিয়াছে। কোন কোন তফসীরকারকের মতে একটি লিখিত পূর্ণ কিতাব পূর্বাহ্নেই আল্লাহ্‌তা’লার নিকট রক্ষিত ছিল এবং সেই ঐশী কিতাব হইতেই তিনি সময়ে সময়ে আয়াতসমূহ নাযেল করিয়াছিলেন এবং ঐ মূল কিতাবের প্রতিই এই ইংগিত। অন্যান্যদের মতে উক্ত সর্বনাম কুরআনের উচ্চ মর্যাদা জ্ঞাপন করে এবং উহা কুরআনের আয়াতসমূহের মহত্ব ও বৈশিষ্ট্য প্রকাশ করে।