উক্তিটি সেই সমস্ত মোনাফেক সম্পর্কিত যাহারা মুসলমানদের মধ্যে বাস করিত এবং তাহাদের সহিত মিশিয়া গিয়াছিল। মুসলমানদিগকে নির্দেশ দেওয়া হইয়াছিল উহাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, উহাদিগকে মোনাফেক শ্রেণী হিসাবে গণ্য করিয়া একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নহে। তাহাদের কুকর্ম এবং কপটতাপূর্ণ অপকীর্তিসমূহ রসূলে করীম (সাঃ)-এর গোচরীভূত করিয়া তাহাদের সঙ্গে সংগ্রাম করিয়া যাইতে আদেশ দেয়া হইয়াছিল।