যেহেতু প্রকৃত শিক্ষা ও জ্ঞানের অভাবে ঈমান ও পুণ্য কর্মের মধ্যে দুর্বলতা জন্ম নেয়, সেহেতু আলোচ্য আয়াত এই দুর্বলতা দূরীকরণের পন্থা বর্ণনা করিয়াছে। মরুবাসী আরবজাতি ইসলাম সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ছিল (৯ঃ৯৭)। এই আয়াত তাহাদিগকে ধর্ম সম্পকীয় শিক্ষা ও নীতি সমূহ সম্বন্ধে প্রশিক্ষণ গ্রহণের এক বাস্তব উপায় নির্দেশ করিয়াছে।