আয়াতের এই উক্তি যেমন বর্ণিত আছে, কুবার মসজিদের প্রতি ইঙ্গিত করা হইয়াছে, আঁ-হযরত (সাঃ) মক্কা হইতে হিজরত করিয়া মদীনা শহরে প্রবেশের পূর্বে যেস্থানে অবতরণ করিয়াছিলেন সেই জায়গায় এই মসজিদটি নির্মিত হইয়াছিল। কাহারো কাহারো মতে, মদীনায় নবী করীম (সাঃ) নিজে যে মসজিদ নির্মাণ করিয়াছিলেন উহার প্রতি ইংগিত করা হইয়াছে যাহা পরবর্তী সময়ে মসজিদে নববী নামে পরিচিত হয়।