১২১৭

ইসলাম ধর্মের প্রধান শত্রু খৃষ্টান সন্ন্যাসী আবু আমের কর্তৃক সৃষ্ট গুপ্ত চক্রান্তের প্রতি ইংগিত করাই এই আয়াতের উপলক্ষ্য হইতে পারে। ইসলামের বিরুদ্ধে তাহার ষড়ষন্ত্র ব্যর্থকাম হইতে এবং হুনায়নের যুদ্ধের পরে আরব দেশে দৃঢ়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত হইতে দেখিয়া সে রসূল করীম (সাঃ)-এর বিরুদ্ধে বাইজেনটাইনদিগের সাহায্য পাওয়ার ফন্দিতে সিরিয়াতে পলায়ন করিয়াছিল। সেখান হইতে সে মদীনার মুনাফেকদের নিকট সংবাদ পাঠাইয়া বলিয়াছিল যে, তাহারা যেন মদীনার উপকণ্ঠে একটি মসজিদ নির্মাণ করে যাহার মধ্যে তাহার আত্মগোপন করিয়া থাকার ব্যবস্থা থাকিবে এবং সেখানে তাহারা গুপ্ত চক্রান্ত ও হীন পরিকল্পনা উদ্ভাবন করিবে। কিন্তু আবু আমের তাহার নিজ কুচক্রের পরিণতি দেখার মত দীর্ঘদিন বাঁচিয়া থাকিতে পারে নাই এবং সে কুন্নিসরীনে ভগ্ন-হৃদয়ে চরম দুর্দশাগ্রস্ত ও ভাগ্যবিড়ম্বিত অবস্থায় মারা গেল। তাহার সহযোগীরা তাহার পরিকল্পনানুযায়ী এক মসজিদ নির্মাণ করিয়াছিল এবং নবী করীম (সাঃ)-কে সেখানে নামায পড়িয়া তাঁহার দোয়া দ্বারা ইহাকে অনুগৃহীত করার জন্য আমন্ত্রণ জানাইয়াছিল। আল্লাহ্‌তা’লা তাঁহাকে ইলহামের দ্বারা এরূপ করিতে বারণ করিয়াছিলেন। ‘মসজিদে যিরার’ নামে আখ্যায়িত এই মসজিদকে অগ্নিদগ্ধ করিয়া ধূলিসাৎ করার জন্য তিনি নির্দেশ দিয়াছিলেন।