“দুইবার” এই উক্তি শাস্তির প্রকার ভেদের প্রতি ইশারা নাও হইতে পারে, পরন্তু ইহা শাস্তির কাল নির্দেশ করে যাহা ৯ঃ১২৬ আয়াতে বর্ণিত হইয়াছে। শব্দগুলির মর্ম এইরূপ হইবে যে, এক হইতে দুই বৎসর ধরিয়া মোনাফিকদিগকে শাস্তি দেয়া হইবে, অর্থাৎ শাস্তি যদি বৎসরে দুইবার পতিত হয়, তাহারা উহা এক বৎসরেই পাইবে, যদি একবার আসে তাহা হইলে উহা দুই বৎসর যাবৎ চলিতে থাকিবে।