ইহাতে বিশেষভাবে, মদীনার নিকটবর্তী মরুভূমিতে বসবাসকারী পাঁচটি উপজাতীয় গোত্রের কথা বলা হইয়াছে, এই গোত্রগুলি হইতেছে জোহাইনাহ্, মুযাইনাহ্, আশজা, আসলাম এবং গিফার (মায়ানী, ৩য় খণ্ড, ৩৬১ পৃঃ)নবী করীম (সাঃ)-এর ইন্তেকালের পরে এই সকল কপট লোকেরা একত্রিত হইয়া মদীনার উপরে আক্রমণ করিয়াছিল (খালদুন, ২য় খণ্ড, ৬৬ পৃঃ)।