‘আ’য্যারা’ হইতে “মুয়ায্যের ” উৎপন্ন যাহার অর্থ অজুহাত দেখাইয়াছিল অথবা নিজেকে রেহাই দেওয়ার অজুহাত পেশ করিয়া ছিল কিন্তু অব্যাহতি পাওয়ার মত গ্রহণযোগ্য কোন কারণ দর্শাইতে পারে নাই; সে কোন বিষয়ে অবহেলাকারী ছিল বা অনুপস্থিত ছিল অথবা বাহানা বা অজুহাত উত্থাপনের মাধ্যমে ক্রটিপূর্ণ ছিল। সুতরাং উল্লেখিত শব্দের মর্ম হইতেছে এমন ব্যক্তি যে কর্তব্যকর্মে অবহেলাকারী এবং প্রকৃত কারণ ব্যতীত অজুহাত দেখাইয়া রেহাই পাইতে চায় বা নিজকে দোষমুক্ত বা নিরপরাধ মনে করে (লেইন)।
Visitor Edits
‘আ’য্যারা’ হইতে “মুয়ায্যের ” উৎপন্ন যাহার অর্থ অজুহাত দেখাইয়াছিল অথবা নিজেকে রেহাই দেওয়ার অজুহাত পেশ করিয়া ছিল কিন্তু অব্যাহতি পাওয়ার মত গ্রহণযোগ্য কোন কারণ দর্শাইতে পারে নাই; সে কোন বিষয়ে অবহেলাকারী ছিল বা অনুপস্থিত ছিল অথবা বাহানা বা অজুহাত উত্থাপনের মাধ্যমে ক্রটিপূর্ণ ছিল। সুতরাং উল্লেখিত শব্দের মর্ম হইতেছে এমন ব্যক্তি যে কর্তব্যকর্মে অবহেলাকারী এবং প্রকৃত কারণ ব্যতীত অজুহাত দেখাইয়া রেহাই পাইতে চায় বা নিজকে দোষমুক্ত বা নিরপরাধ মনে করে (লেইন)।