১২০১

আবু আকীল নামক এক দরিদ্র মুসলমান তাঁহার সারা দিনের পারিশ্রমিক (যাহা ছিল অল্প কিছু খেজুর) তিনি তাঁহার চাঁদার অংশরূপে দিয়াছিলেন, তাঁহার এই নগণ্য চাঁদা দানের জন্য মুনাফেকরা তাহাকে উপহাস করিয়াছিল।