১১৯৯

“জিহাদ” (অনির্দিষ্ট নাম বাচক বিশেষ্যপদ, মূল জাহাদা-অর্থ সে সর্বশক্তি দিয়া সংগ্রাম করিয়াছিল) শব্দটি কুরআন করীমে সাধারণতঃ উক্ত অর্থেই ব্যবহৃত হইয়াছে। মোনাফেকদিগের বিরুদ্ধে রসূল (সাঃ) কিরূপে সংগ্রাম করিতে নির্দেশিত হইয়াছিলেন উহার কোন উল্লেখ নাই। কিন্তু এমন কিছুর ইংগিতও নাই যদ্বারা তরবারির সাহায্যে সংগ্রাম করা বুঝায়। প্রকৃত ঘটনা হইল নবী করীম (সাঃ) মোনাফেকদিগের বিরুদ্ধে কখনোই যুদ্ধ করেন নাই।