“সাদাকাত”-এর অর্থ এখানে বাধ্যতামূলক সদকা অর্থাৎ যাকাত বুঝায়। এই আয়াত যাকাতের উদ্দেশ্য এবং যাকাত যে ব্যক্তির উপর প্রদেয় উহার সত্তা নির্ধারণ করিয়াছে, যথা (ক) “ফোকারা” একবচনে ফকীর (মূল শব্দ ফাকারা যাহার অর্থ, ইহা তাহার পিঠের মেরুদণ্ড ভাঙ্গিয়া দিয়াছিল (লেইন)। অর্থাৎ দরিদ্র অথবা রোগ-ব্যধিতে যাহারা ভাঙ্গিয়া পড়িয়াছিল তাহারা, (খ) “মাসাকীন” (এক বচনে মিস্কীন, মূল শব্দ সাকানা হইতে উৎপন্ন) অর্থাৎ সেই সকল লোক যাহারা কর্মক্ষম কিন্তু তাহাদের উপায়-উপকরণের অভাব, (গ) সেই সব লোক যাহারা যাকাত আদায়ে নিয়োজিত বা যাকাতের অন্য কোন কাজে জড়িত, (ঘ) অভাবগ্রস্ত নও-মুসলিম যাহাদিগের আর্থিক সাহায্যের প্রয়োজন রহিয়াছে, (ঙ) গোলাম, কয়েদী এবং এহেন অন্যান্য লোকগণ যাহাদেরকে আযাদ বা মুক্ত হওয়ার জন্য মুক্তি-পণ দিতে হইত, (চ) যাহারা তাহাদের ঋণ পরিশোধ করিতে অক্ষম অথবা ব্যবসা-বাণিজ্যে অসাধারণভাবে ক্ষতিগ্রস্ত প্রভৃতি, (ছ) যে কোন সৎ কাজের জন্য এবং (জ) মুসাফিরিতে অর্থাভাবে যাহারা অসহায় অবস্থায় নিপতিত অথবা যাহারা জ্ঞানার্জনের উদ্দেশ্যে ভ্রমণে বাহির হয় অথবা সামাজিক উন্নতির উদ্দেশ্যে কাজ করে।