পথ খুবই দুর্গম এবং যাত্রা কষ্টসাধ্য ছিল। মুসলমান সৈন্যবাহিনীকে অত্যন্ত গরম আবহাওয়ার মধ্য দিয়া সিরিয়ার সীমান্ত পর্যন্ত প্রায় ২ শত মাইল পথ অতিক্রম করিতে হইয়াছিল এক বিশাল শক্তিশালী সেনাবাহিনীকে মোকাবিলা করিবার জন্য। ইহা ছিল ফসল কাটার মওসুম এবং পাকা ফলের ভারে বৃক্ষসমূহ ঝুঁকিয়া পড়িয়াছিল।