১১৮৬

এই উক্তি হযরত মুহাম্মদ (সাঃ)-এর হিজরত সম্পর্কে—ইহা সেই সময়ের কথা যখন হযরত আবু বকর (রাঃ)-কে সঙ্গে নিয়া নবী করীম-(সাঃ) মক্কা হইতে মদীনায় যাওয়ার পথে সাওর পর্বত গুহায় আশ্রয় লইয়াছিলেন। এই আয়াত হযরত আবু বকর (রাঃ)-এর আধ্যাত্মিক উচ্চ মর্যাদার উপরে “দুইজনের মধ্যে দ্বিতীয়” এই উক্তি দ্বারা কিছু আলোকপাত করিতেছে, যাহাদের সাথে আল্লাহ্ ছিলেন এবং যাহাদের ভয় আল্লাহ্‌তা’লা প্রশমিত করিয়াছিলেন। ইতিহাসে লিপিবদ্ধ রহিয়াছে যে, গিরিকন্দরে হযরত আবু বকর (রাঃ) যখন কাঁদতে আরম্ভ করিলেন এবং যখন আঁ-হযরত (সাঃ) জিজ্ঞাসা করিলেন, কেন তিনি ক্রন্দন করিতেছেন, তখন উত্তরে তিনি (রাঃ) বলিলেন, আমার জীবনের জন্য আমি কাঁদি না হে আল্লাহ্‌র রসূল। কারণ, যদি আমার মৃত্যু হয় ইহা শুধু একটি জীবনেরই অবসান। কিন্তু আপনি যদি মৃত্যু বরণ করেন তাহা হইলে ইহা হইবে ইসলামের মৃত্যু এবং গোটা মুসলিম জাতির অবসান (যুরকানী)।