“তাহার উপর নিজ প্রশান্তি” বাক্যাংশে “তাহার” সর্বনামটি হযরত আবু বকর (রাঃ)-কে বুঝায়, যেহেতু হযরত নবী করীম (সাঃ) ছিলেন সার্বক্ষণিকভাবে প্রশান্ত এবং নির্লিপ্ত। এবং “তাহাকে এমন সৈন্য বাহিনী দ্বারা” এই বাক্যাংশের সর্বনাম আঁ-হযরত (সাঃ)-কে বুঝায়। সর্বনাম ব্যবহারের এইরূপ তারতম্য আরবী ভাষায় দেখা যায় এবং ইহাকে ‘ইনতিশারুয যামায়ের’ বলা হয় (দেখুন ৪৮ঃ১০)।