১১৮৩

আরবদের দীর্ঘ দিনের প্রথার প্রতি এই আয়াত ইশারা করিতেছে। পর পর তিনটি মাস (যি’ল-কা’দাহ,যি’ল-হজ্জ এবং মুহাররম) লুণ্ঠণ-মূলক অভিযান হইতে নিজদিগকে বিরত রাখিবার জন্য তাহাদের নিকট কখনো কখনো অতি দীর্ঘ সময় বলিয়া মনে হইত। এই কারণে পবিত্র মাসগুলির মধ্যে নিষেধাজ্ঞা হইতে নিজদিগকে মুক্ত করার জন্যই তাহারা কোন কোন সময় এক পবিত্র মাসকে সাধারণ মাসে এবং এক সাধারণ মাসকে পবিত্র মাসে পরিবর্তিত করিয়া লইত।