১১৮০

এই বর্ণনা আলঙ্কারিক বা রূপকে ব্যবহৃত। যখন কোন ধনী ব্যক্তি কৃপণতা বা অহঙ্কারের কারণে নিঃস্ব বা দরিদ্র লোককে সাহায্য দিতে অস্বীকার করে, তখন তাহার কপাল সক্কচিত হইয়া ভ্রকুটী পরিদৃষ্ট হয়। তৎপর সে পাশ ফিরাইয়া শেষ পর্যন্ত তাচ্ছিল্যের সহিত সাহায্য প্রার্থীকে পৃষ্ঠ প্রদর্শন করে। যথাযথভাবেই উল্লেখিত হইয়াছে যে, কপালে, পার্শ্বে, এবং পৃষ্ঠে দাগ দেওয়া হইবে, অর্থাৎ (কলঙ্ক) চিহ্নিত করা হইবে।