আরবের খৃষ্টান অধিবাসীরা সিরিয়াতে বসবাসকারী তাহাদের শক্তিশালী ধর্মভাইদিগকে উত্তেজিত করিয়াছিল এবং তাহাদের সহযোগিতায় আরবভূমিতে আল্লাহতা‘লা কর্তৃক উদীপ্ত ইসলামের জ্যোতিকে নিভাইয়া দিতে চাহিয়াছিল। পারশ্য জাতিকে হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে উত্তেজিত করিয়া ইহুদীরাও ঠিক একইরূপ চেষ্টা করিয়াছিল।