উযায়ের বা ইয্রা খৃষ্টপূর্ব ৫ম শতাব্দীতে বাস করিতেন। উচ্চ মর্যাদাপূর্ণ পুরোহিত সেরাইয়াহ্র বংশধর উযায়ের নিজেও পুরোহিত স্বভাব একজন সদস্য ছিলেন এবং ধর্মযাজক ইয্রা নামে পরিচিত ছিলেন। তিনি তাঁহার যুগে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং ইহুদী ধর্মের উন্নতি সাধনে সুদূর-প্রসারী প্রভাব বিস্তার করিয়াছিলেন। ইসরাঈলী নবীগণের মধ্যে তিনি বিশেষভাবে সম্মানিত হইয়াছিলেন। মদীনার ইহুদীগণ এবং হাযরামাউতের এক ইহুদী ফেরকা তাহাকে খোদার পুত্র বলিয়া বিশ্বাস করিত। রাব্বীগণ বহু গুরুত্বপূর্ণ বিধি-বিধান প্রতিষ্ঠার সহিত তাহার নাম সংযুক্ত করে। রেনান (Renan) তাহার রচিত ‘ইহুদীজাতির ইতিহাস’ (History of the people of Israil) পুস্তকের ভূমিকায় মন্তব্য প্রকাশ করিয়াছেন যে, ইহূদী জাতির নিশ্চিত সংবিধান ইয়ূরার আমলেই কোন এক নির্দিষ্ট সময় হইতে আরম্ভ হইয়াছিল। রাব্বীয়দের সাহিত্যে তিনি নিয়ম-প্রণালী বা আইন-কানুনের যোগ্য মাধ্যমরূপে বিবেচিত হইতেন, যদি না পূর্বাহ্নেই হযরত মূসা (আঃ)-এর উপর শরীয়াত নাযেল হইত। তিনি নিহিমিয়ার সহযোগীতায় কর্ম সম্পাদন করিয়াছিলেন এবং ১২০ বৎসর বয়সে ব্যাবিলোনিয়াতে মৃত্যু বরণ করেন (যিউ এনসাইকোঃ ও এনসাইকো বিবঃ)