মক্কা এক বিরাট ব্যবসাকেন্দ্র ছিল এবং হজ্জের মওসুম ছিল ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ কর্মচঞ্চল সময় এবং আরববাসীদিগের বহু আয়-উপার্জনের উৎসস্থান। এই সব বাধা-নিষেধ আরোপের কারণে তাহাদের মনে তাহাদের আয়ের পথে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা সৃষ্টি হইয়াছিল।