১১৭০

কাবার বাহ্যিক এবং বাস্তব উপকার নিজ স্থানে যদিও খুবই প্রশংসনীয়,তবু ইহার আধ্যাত্মিক উপকারের সঙ্গে তাহা তুলনীয় হইতে পারে না, যাহা কেবল একজন মুসলমানই অর্জন করিতে পারে। তফসীরাধীন আয়াতের অন্তর্নিহিত মর্ম এই যে, ইসলাম ইহার অধ্যাদেশ সমূহের বাহ্যিক প্রচলিত প্রথা বা আচার হইতে উহার অন্তরালে নিহিত মৌলিক আত্মিক চেতনার প্রতিই বেশী গুরুত্ব দিয়া থাকে। নবী করীম (সাঃ) হইতে বর্ণিত হাদিসে আছে যে, মো’মেনের জীবন কা’বা হইতে অধিকতর পবিত্রতার অধিকারী (মাজাহ্‌)।