এই আয়াত পৌত্তলিক তীর্থযাত্রী সম্পর্কিত এবং ৯ঃ২৮ আয়াতে উল্লেখিত ঘোষণার ভূমিকা স্বরূপ। তখন হইতে কোন পৌত্তলিকের জন্য কা‘বা ঘরের নিকটবর্তী হওয়ার অনুমতি ছিল না, যেরূপে হযরত আলী (রাঃ) নবম হিজরী সনে প্রথম হজ্জের বা হজ্জে আকবরের দিনে মক্কায় সমবেত হজ্জযাত্রীদের নিকট ঘোষণা করিয়াছিলেন। তফসীরাধীন আয়াত উক্ত নিষেধাজ্ঞার কারণ ব্যক্ত করিয়াছে। উপাসনালয় হিসাবে কা’বা এক আল্লাহ্র ইবাদতের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। অতএব, পৌত্তলিকদেব ইহাতে কিছুই করণীয় ছিল না। তাহারা আল্লাহ্তা’লার তৌহীদের দুশমন এবং নিজেদের স্বীকারোক্তি মতেই তাহারা নিন্দিত অপরাধী।