১১৬৪

“আইয়েম্মাতুল কুফর” (কাফেরদের প্রধানগণ)— এই কথাগুলি এখানে মাত্র কয়েকজন সর্দারের প্রতি আরোপিত হয় নাই, বরং সমগ্র জাতির জন্য ব্যবহৃত হইয়াছে, যাহাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই আয়াতে উল্লেখিত আদেশ দেওয়া হইয়াছিল। তাহাদিগকে নেতা বা প্রধান বলার কারণ এই যে, মুসলমানদিগের সঙ্গে সংঘর্ষে লিপ্ত লোকদিগের মধ্যে ইহারাই ছিল অগ্রগামী এবং তাহাদের দৃষ্টান্ত অন্যান্যদিগকে উৎসাহিত করিয়াছিল। যেহেতু ইসলাম ধর্মের প্রতি উহাদের শত্রুতাও এমন বদ্ধমূল ও অপ্রশমনীয় ছিল যে, এই বিষয়ে তাহারা যেন শয়তান স্বরূপ কাজ করিতেছিল।