১১৫৯

এই আয়াত হইতে বুঝা যায় যে, যুদ্ধের অনুমতি কেবলমাত্র সেই সকল অমুসলমানদিগের বিরুদ্ধে ছিল যাহারা বারংবার পবিত্র চুক্তি ভঙ্গ করিয়াছিল এবং বিশ্বাসঘাতকতা পূর্বক মুসলমানদের উপর আক্রমণ করিয়াছিল। বাকী আন্যান্য লোকদিগের ব্যাপারে মুসলমানগণকে আদেশ দেওয়া হইয়াছিল যে, তাহারা যেন উহাদের সহিত প্রতিশ্রুতিসমূহ বিশ্বস্ততার সঙ্গে এবং শক্তভাবে মানিয়া চলে। ৯ঃ৪ আয়াতের মত বর্তমান আয়াতও প্রতিশ্রুতি এবং সন্ধি-চুক্তি পালন করাকে সততা এবং ধার্মিকতার কাজ বলিয়া বর্ণনা করে, য়াহা আল্লাহ্তা‘লা পসন্দ করেন। কুরআন করীম অত্যন্ত জোরের সাথে এবং পুনঃ পুনঃ মুসলমানগণকে সন্ধি-চুক্তির প্রতি বিশ্বস্ততা রক্ষা করার জন্য আদেশ দিয়াছে।