১১৫৮

এই আয়াত সুস্পষ্টরূপে প্রমাণ করে যে, অস্ত্রের বলে পৌত্তলিকদিগকে ইসলাম গ্রহণে বাধ্য করিতে যুদ্ধ করা হয় নাই, কারণ এই আয়াত অনুযায়ী যুদ্ধাবস্থায়ও পৌত্তলিকদিগকে মুসলিম শিবিরে অথবা কেন্দ্রস্থানে সত্যকে জানার উদ্দেশ্যে আসার অনুমতি দেওয়া হইয়াছিল। তৎপর তাহাদের নিকট সত্য প্রচার করিয়া ইসলামের শিক্ষা সম্বন্ধে তাহাদিগকে জানাইয়া দেওয়ার পর যদি তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করিতে অনীহা প্রকাশ করিত তাহা হইলে তাহাদিগের নিরাপদ স্থানে তাহাদিগকে পৌঁছাইয়া দেওয়া হইত। এইরূপ দেদীপ্যমান শিক্ষা সত্বেও ইসলামের বিরুদ্ধে ইহার প্রচারের জন্য পরমত-অসষ্ণিুতা বা বলপ্রয়োগ অথবা বলপ্রয়োগে প্রশ্রয়দানের অভিযোগ আরোপ করা চরম অবিচার বা যুলুম ছাড়া আর কিছুই নহে।