১১৫৭

যাহাদের হাতে মুসলমানগণ নিদারুণ যন্ত্রণাদায়ক ক্ষতির শিকার হইয়াছিল, সেইরূপ শত্রুদিগকেও ক্ষমা করা হইত যদি তাহারা অনুতপ্ত হইয়া স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করিত। প্রকৃত ঘটনা ছিল এই যে, পৌত্তলিকদের মধ্যে এমন অনেক লোক ছিল যাহারা অন্তরের অন্তঃস্থলে ইসলামের সত্যতা সম্বন্ধে নিশ্চিত হইয়াছিল, কিন্তু হয় অহংকার বশতঃ বা নির্যাতনের ভয়ে অথবা এইরূপ অন্যান্য কারণে তাহাদের ঈমানকে প্রকাশ করিতে বিরত থাকিত। এই আয়াত উক্ত প্রকার লোকদিগকে নিশ্চয়তা দিয়াছিল যে, তাহাদিগের মধ্যে যদি কেহ ইসলাম ধর্মের উপর এমন কি যুদ্ধ চলাকালীন সময়েও ঈমান আনার কথা প্রকাশ করিত, তাহা হইলেও তাহার এই স্বীকৃতি কপটতাপূর্ণ বা জীবন রক্ষার জন্য বলিয়া ধরিয়া নেওয়া হইত না। বরং তাহাকে মুসলমান বলিয়াই গণ্য করা হইত।