এই আয়াত সাধারণ নিয়ম নির্ধারণ করে যে, রীতিমত যুদ্ধ সংঘটিত হইয়া শত্রু সম্পূর্ণরূপে পরাজিত না হইলে বন্দী রাখা সমীচীন নহে। ইহা দাসপ্রথার মূলোৎপাটন করিয়াছে। ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য যাহারা যুদ্ধে অংশ গ্রহণ করে এবং পরাজিত হয়, শুধু কেবল মাত্র তাহাদিগকেই কয়েদ করা যাইতে পারে। ২৭৩৯ টীকাও দ্রষ্টব্য।