১১৪৩

এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াতটিকে রদ করা বুঝায় না। দুইটি আয়াত মুসলমান সম্প্রদায়ের দুই ভিন্ন অবস্থার প্রতি ইশারা করে। শুরুতে তাহারা রণ-শৈলীতে দুর্বল, নগণ্যভাবে সজ্জিত এবং অদক্ষ ছিল। এমন দুর্বল অবস্থায় তাহারা কেবল, তাহাদের দ্বিগুণ সংখ্যক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই কৃতকার্যতার সঙ্গে লড়িতে পারিত। কিন্তু কালক্রমে তাহাদের সামাজিক অবস্থা, যুদ্ধের অভিজ্ঞতা এবং সামরিক সম্ভাবনা প্রভূত উন্নত হওয়ার ফলে দশ গুণ সংখ্যাগরিষ্ঠ শত্রুদলকে পরাজিত করিতে সক্ষম ছিল। বদর, ওহুদ এবং খন্দকের যুদ্ধগুলিতে উভয় পক্ষের সৈন্য সংখ্যার অসমতা ক্রমশঃই বাড়িয়া চলিয়াছিল, তদসত্বেও মুসলমানগণ নিজেদের শ্রেষ্ঠত্ব সফলতার সহিত বজায় রাখিয়াছিল। ইয়ারমুকের যুদ্ধ পর্যন্ত ৩০,০০০ মুসলমান সৈন্য শত্রুর ১০ লক্ষেরও অধিক এক সৈন্য বাহিনীকে পরাজিত করিয়াছিল।