১১৪

ইহুদীদের মধ্যে এমন লোকও ছিল যাহারা পুস্তক বা পুস্তিকা রচনা করিয়া, নিজের কথাগুলিকে আল্লাহ্‌র বাক্য বলিয়া চালাইয়া দিত। এই ধৃষ্ট কু-অভ্যাস ইহুদীদের মধ্যে বেশ প্রচলিত ছিল। সুতরাং বাইবেলের বিধানু-পুস্তক গুলির পাশাপাশি অনেক পুস্তক মুক্ত হইয়া যায়, যেগুলিকে ইহুদীরা ঐশী পুস্তক মনে করে। এখন অবস্থা এইরূপ দাঁড়াইয়াছে যে, কোনটি আসল অবতীর্ণ গ্রন্থ, আর কোনটি নয়, তাহা নির্ণয় করা অসম্ভব হইয়া পড়িয়াছে।