১১৩৫

আয়াতে বিশ্বাসীগণকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া অস্ত্র-ধারণ না করার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু যদি অস্ত্র ধারণের প্রয়োজন হয় তাহা হইলে অত্যন্ত নির্ভীক চিত্তে লড়িতে হইবে এবং শত্রুকে সাহসিকতার সঙ্গে আঘাত হানিতে হইবে যাহাতে তাহাদের মনে ত্রাসের সৃষ্টি হয়। দুর্বল ও বিলম্বিত কৌশলে যুদ্ধ করা বিচক্ষণতার কাজ নহে। যদি যুদ্ধ করিতেই হয় তাহা হইলে ইহা দ্রুত এবং চরমভাবে করা উচিৎ।