১১৩০

যখন সুরাকাহ্‌ মুসলমানদের সুদৃঢ় সংকল্প দেখিল, তাহার মধ্যে ভীতির সঞ্চার হইল, কারণ মুসলমানদিগকে দেখিয়া তাহার প্রত্যয় জন্মিয়াছিল যে, তাহারা হয় জয়ী হইবে নয় মৃত্যু বরণ করিবে। ওতবাহ্‌ এবং ওমেইর বদর প্রান্তরে একই দৃশ্য অনুভব করিয়াছিল এবং মক্কাবাসীদিগকে বলিয়াছিল যে, মুসলমানদিগকে দেখিয়া মনে হইয়াছিল যে, তাহারা ‘মৃত্যুর অন্বেষী’ অর্থাৎ তাহারা যেন মরণকে খুঁজিয়া বেড়াইতেছিল (তাবারী)।