১১২৭

পূর্ববর্তী আয়াত শক্রুসেনাদিগকে নবী করীম (সাঃ)-এর নিকট কাশ্‌ফে দৃষ্টিগোচর হওয়ার দিকে নির্দেশ করিয়াছিল, পক্ষান্তরে বর্তমান আয়াত যুদ্ধের ময়দানে উহাদের প্রকৃত অবস্থার প্রতি নির্দেশ করিতেছে। শত্রুপক্ষ তাহাদের সংখ্যার এক-তৃতীয়াংশ টিলার পিছনে লুকাইয়া রাখিয়াছিল, তাহার কারণে মুসলমানগণ উহাদের প্রকৃত সংখ্যার মাত্র দুই-তৃতীয়াংশ সৈন্য দেখিয়াছিল যখন উভয় পক্ষ মুখামুখী আসিয়া দাঁড়াইল। অপর পক্ষে শক্রুরা প্রকৃত অবস্থা জানিতে দেয় নাই, এই ভাবিয়া যে, পাছে না ভয়ে অভিভূত হইয়া মুসলমানেরা যুদ্ধক্ষেত্র ছাড়িয়া পলায়ন করে এবং লড়াই করিতে অস্বীকার করে। উভয় পক্ষের এই ধারণার ফলে দুই দলই উৎসাহিত হইয়াছিল এবং বিষম দ্বন্দ্বে রত হইয়াছিল, ফলে ফয়সালাকৃত বিষয়টি কার্যে রূপায়িত হইল— অর্থাৎ মক্কার কাফেরকূল কলঙ্কজনক ও সর্বনাশা পরাজয় বরণ করিল।