১১২৪

বদরের প্রান্তরের তিনটি দলের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট বর্ণনামূলক এক চিত্র এই আয়াত তুলিয়া ধরিয়াছে। মুসলমানগণ মদীনার নিকটবর্তী অবস্থানে ছিল, এবং মক্কার সৈন্যবাহিনী শহর হইতে আরো বেশী দূরে অবস্থান করিতেছিল, এবং মক্কাবাসীদের সওদাগরী কাফেলা যাহা সিরিয়া হইতে আসিয়াছিল, উহা সমুদ্রের উপকূলের দিকে ছিল। আয়াতের বর্ণনা হইল যে, যদি মুসলমানদিগের উপর যুদ্ধের সময় নির্ধারণ করার বিষয়টি ছাড়িয়া দেওয়া হইত, উহাতে নিশ্চয় তাহারা মতভেদ করিত এবং প্রথম সংঘর্ষের দিনটিকে স্থগিত রাখাই পসন্দ করিত, কেননা সেই সময়ে তাহাদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং অত্যধিক দক্ষ ও সুসজ্জিত শত্রুসেনাকে যুদ্ধের ময়দানে মোকাবিলা করার জন্য তাহারা নিজদিগকে যথেষ্ট শক্তিশালী মনে করিতেছিল না। কিন্তু আল্লাহ্‌তা’লা এক বিশেষ শক্তিশালী নিদর্শন প্রকাশ করার লক্ষ্যে এই সংঘর্ষ ঘটাইয়াছিলেন।