প্রস্তর হইতেও কঠিন—এই মন্তব্য সমগ্র ইহুদী জাতির উপরে বর্তায় না; কেননা, তাহাদের মধ্যে কেহ কেহ অবশ্য এমনও আছে, যাহারা নিঃসন্দেহে আল্লাহ্তা’লাকে ভয় করে। তাহাদের সম্বন্ধে কুরআন বলে- তাহাদের মধ্যে কিছু সংখ্যক আছে, যাহারা আল্লাহ্র ভয়ে মাথা নত করে। কুরআনে ‘ইন্তেশারুল যামায়ের’ এর বহু দৃষ্টান্ত পাওয়া যায় অর্থাৎ একই আয়াতে, একই ধরণের সর্বনাম ভিন্ন বিশেষ্যের জন্য আসিয়াছে এইরূপ দেখা যায় (৪৮ঃ১০)।