এই উক্তির মধ্যে এই ভবিষ্যদ্বাণী রহিয়াছে যে, ইসলামের বিরুদ্ধে লড়াই করিবার জন্য কাফেরগণ যে অর্থ-সম্পদ ব্যয় করিতেছিল। ইহা তাহাদের জন্য মনস্তাপ ও কষ্টের কারণ হইবে, কেননা ইসলাম ধর্মকে বিনষ্ট করিবার জন্য উহাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হইবে, এবং তাহাদের সন্তানেরা ইসলাম গ্রহণ করিয়া ইহার উন্নতিকল্পে এই সম্পদ ব্যয় করিবে।