১১১৭

বদরের যুদ্ধক্ষেত্রে আবু জাহল এই আয়াতে উক্ত কথাগুলিই প্রায় উচ্চারণ করিয়া প্রার্থনা করিয়াছিল (বুখারী কিতাবুত্‌ তফসীর)। এই প্রার্থনা আক্ষরিকভাবেই পূর্ণ হইয়াছিল। কুরায়শকুলের অন্যান্য অনেক সর্দারসহ আবু জাহল নিহত হইয়াছিল এবং তাহাদের মৃতদেহগুলিকে খাদে নিক্ষেপ করা হইয়াছিল।