১১১৫

এই আয়াত মক্কার ‘দারুন্‌ নাদওয়া’ (পরামর্শকক্ষ)-তে যে গোপন সভা অনুষ্ঠিত হইয়াছিল, সেই দিকে ইংগিত করিতেছে। নূতন ধর্মের উন্নতিকে স্তব্ধ করিয়া দেওয়ার জন্য তাহাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হইয়া গিয়াছিল দেখিয়া, এবং অধিকাংশ মুসলমান, যাহাদের পক্ষে মক্কা-ত্যাগ করিয়া যাওয়া সম্ভব ছিল, মদীনায় হিজরতের দরুন ক্ষতি সাধনে নাগালের বাইরে চলিয়া যাইতে দেখিয়া শহরের সমাজপতিরা ইসলামকে ধ্বংস করিবার জন্য শেষ চেষ্টা স্বরূপ পরিকল্পনা গ্রহণ করিবার উদ্দেশ্যে দারুন্‌ নাদওয়াতে একত্র হইয়াছিল। গভীর চিন্তা ভাবনা করিবার পর তাহারা এক ষড়যন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করিল যে, কোরাইশদিগের বিভিন্ন গোত্র হইতে যুবকদের একটি দল মিলিত ভাবে আক্রমণ রচনা করিয়া হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর আকস্মিক ক্ষিপ্রতায় ঝাপাইয়া পড়িয়া তাঁহাকে হত্যা করিবে। গভীর রাত্রে সতর্কভাবে, প্রহরারত শত্রুরা যখন নিদ্রাভিভূত ছিল, রসূলে পাক (সাঃ) তখন সকলের অলক্ষ্যে তাঁহার সদাবিশ্বস্ত সাহাবী হযরত আবুবকর (রাঃ)-কে সঙ্গে নিয়া হিজরত করিয়া সওর পর্বতগুহায় আশ্রয় নেন এবং শেষ পর্যন্ত নিরাপদে মদীনায় পৌঁছিয়া যান।