১১১৩

এই আয়াত মানবের দুই প্রকার আনুগত্যের কথা বলে, প্রথমতঃ আল্লাহ্‌তা’লার এবং তাঁহার রসূলের প্রতি আনুগত্য যাহা শর্তহীন এবং চিরস্থায়ী, কারণ আল্লাহ্‌তা’লা আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এবং রসূল তাঁহার প্রতিনিধি এবং দ্বিতীয়তঃ মানবের স্বজাতির প্রতি আনুগত্য যাহা তাহাদের প্রতিটি দায়-দায়িত্বের বাধ্যবাধকতা হইতে উদ্ভূত হইয়া থাকে।