১১১

পূর্ববর্তী আয়াতগুলিতে বর্ণিত, নিরপরাধ মুসলমানকে হত্যা করার পরে, মদীনার ইহুদীদের ভাগ্য বিপর্যয় শুরু হইল। তাহাদের হৃদয় দিন দিন কঠিন হইয়া উঠিল, এমনকি পাথর হইতেও পাষাণ হইয়া গেল। এই আয়াত এতদূর পর্যন্ত বলিতেছে যে, প্রাণহীন পাথরও কিছু না কিছু উপকারে আসে, কিন্তু ইহুদীরা এতই দূরাচার হইয়া উঠিল যে, স্বেচ্ছায় কোনও সৎ কর্ম করা তো দূরের কথা, ভ্রমেও তাহারা কখনও কোন ভাল কাজ করে নাই। তাহারা পাথর হইতে নিকৃষ্ট হইয়া গেল, কেননা পাথরের নীচে হইতে পানি উত্থিত হয়, যাহা মানুষের কাজে লাগে।