“শয়তান” শব্দের তাৎপর্য পিপাসার কষ্টও হইতে পারে, এবং ইহাকে ‘শয়তান আল্ ফালাত’ অর্থাৎ মরুভূমির শয়তান বলা হয়। ২৫৩৫ টীকা দ্রষ্টব্য। শত্রুরা পূর্বাহ্নেই পানির স্থান দখল করিয়া লইয়াছিল এবং মুসলমানগণ স্বাভাবিক কারণেই ভীত হইয়াছিল যে, পানির অভাবে তাহারা খুবই কষ্টকর অবস্থার সম্মুখীন হইতে পারে। উক্ত শব্দের মর্ম শয়তানের বন্ধু ও সংগী-সাথীকেও বুঝাইতে পারে।