১০৯৮

মুসলমানগণ স্বাভাবিক কারণেই মামুলি বা হাল্কা অস্ত্রধারী মরু-যাত্রী সওদাগরীদলের মোকাবিলা করিতে চাহিয়াছিল, কিন্তু সুসজ্জিত শক্তিশালী মক্কাবাহিনীর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে তাহাদের অবতীর্ণ হওয়াই আল্লাহ্‌তালার অভিপ্রায় ছিল। আল্লাহ্‌তালার এইরূপ করার উদ্দেশ্য ছিল তাহার ওয়াদা অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করা এবং কাফেরদিগকে সমূলে উৎপাটিত করা। আরো দেখুন ৩ঃ১৪ এবং ৮ঃ৪২-৪৫ আয়াত।