সাধারণতঃ “মত বা সদৃশ” অর্থে ব্যবহৃত “কামা” শব্দ কোন কোন সময় “এই জন্য”, “যেমন” বা “তদ্রূপ” বা “অনন্তর” বা “যেহেতু”ভাব প্রকাশার্থে ব্যবহৃত হইয়া থাকে(মুহিত)। যদি “মত”—এই সাধারণ অর্থে ইহাকে নেওয়া হয় তাহা হইলে এই আয়াতের এইরূপে অর্থ হইতে পারিত, যথা—“আল্লাহ্তা’লা তাঁহার বান্দা বা দাসগণকে বিজয় ও মালে-গনিমত দান করিয়াছিলেন এবং সম্মানজনক সঞ্চিত খাদ্য সম্ভার প্রদান করিয়াছিলেন যেইরূপে তিনি করিয়াছিলেন তখন, যখন তোমাকে তিনি তোমার গৃহ হইতে বাহির করিয়া নিয়া আসিয়াছিলেন ইত্যাদি”।