১০৯২

‘আনফাল’ দ্বারা সকল মালে-গনিমত (যুদ্ধ-লব্ধ সম্পদ) এবং অন্যান্য সুবিধাদি বুঝায় যাহা মুসলমানগণ আল্লাহ্‌তা’লার দান স্বরূপ বিনা পরিশ্রমে অর্জন করে (মুফরাদাত)। এই আয়াত উক্ত অর্জিত “মালে-গনিমত” বিলি বন্টনের সঙ্গে সম্পর্ক-যুক্ত নহে। উহার জন্য ৮ঃ৪২ আয়াত দেখুন। বর্তমান আয়াত কেবল মাত্র বদরের বিজয়ের পর যে সকল মালে-গনিমত মুসলমানদের হাতে পড়িয়াছিল সেই সম্পর্কিত।